বিশেষ প্রতিনিধি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের অনুমতি চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার (২৬ মে) দুপুরে তিনি এ আবেদন করেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
পরে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। সেখানে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়।
তবে এই গেজেটের বৈধতা নিয়েই তৈরি হয়েছে আইনি জটিলতা। এক ব্যক্তি গেজেট বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন, যা গত বৃহস্পতিবার (২৩ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ খারিজ করে দেন।
পরে আদালতের আরেক আদেশে বলা হয়, রিট পিটিশনকারী ব্যক্তি মামলার এখতিয়ার রাখেন না, তাই মামলাটি ‘মেইনটেনেবল নয়’ অর্থাৎ গ্রহণযোগ্য নয় বলে খারিজ করা হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭ পৃষ্ঠার ওই আদেশ প্রকাশিত হয়েছে।
যদিও ইশরাকের পক্ষে ট্রাইব্যুনাল ও গেজেট রয়েছে, তাঁর শপথে বিলম্ব হচ্ছে কারণ শপথ গ্রহণের জন্য সরকারিভাবে আমন্ত্রণ বা নির্দেশনা আসেনি। তাই তিনি হাইকোর্টে রিট করে শপথের আদেশ চাইছেন, যাতে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে আর বাধা না থাকে।
এই পরিস্থিতিতে ডিএসসিসির বর্তমান প্রশাসন, আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।