কোপা আমেরিকার পর্দা উঠতে বাকি আর এক মাস। ঠিক এ সময় এসে প্রাথমিক দল ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিল, চিলি ও মেক্সিকোর মতো দলগুলোর কোপার স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা হয়ে গেলেও নিজেদের দল ঘোষণায় বিলম্ব করছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রাথমিক এই দল থেকে হয়তো তিনজনকে বাদ দিয়ে কোপা আমেরিকার ২৬ জনকে চূড়ান্ত করবেন কোচ স্কালোনি।
লিওনেল মেসিই নেতৃত্ব দেবেন আর্জেন্টিনাকে। তাঁকে অধিনায়ক করে ঘোষিত দলে বড় কোনো চমক অবশ্য নেই। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ৩৬ বছরের আনহেল দি মারিয়া।
তার ঘোষিত দলে সবচেয়ে বড় চমক বাদ পড়েছেন পাওলো দিবালা।পুরোপুরি ফিট হওয়ার পরও রোমার এই তারকা ফুটবলারকে স্কোয়াডে না রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে বলছে, শিরোপা ধরে রাখার মিশনে স্কালোনির পরিকল্পনায় দিবালা না থাকার ইঙ্গিত হতে পারে।