ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি সবসময় আলোচনায় থাকেন তার ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার জন্য । সম্প্রতি মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে দেখা গেল ওয়াইনরঙা একটা স্লিট গাউনে। গাউনটির সারা শরীরে চুমকি ও পুঁতির কাজ। সঙ্গে ছিল ছড়ানো ট্রেইল। গাউনটি মেহজাবীন নিয়েছেন সানায়া কুতিও থেকে।
নিজের লুক নিয়ে মেহজাবীন বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কারের লালগালিচায় আমি সাধারণত হালকা রঙের পোশাকে আসি। এবার মনে হলো, গাঢ় কোনো একটা রং বেছে নিই!’
মেহজাবীনের পার্সটি মালয়েশীয় ব্র্যান্ড জিমি চু থেকে নেওয়া। পায়ের হিল মার্কিন ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোল থেকে সংগ্রহ করেছেন।