তরুণীদের ঈদের আনন্দ মেহেদি ছাড়া যেন অসম্পূর্ণ। মেহেদি দিয়ে রাঙানো হাত ঈদে এনে দেয় বাড়তি আনন্দের আমেজ। তাই রঙিন এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে জেনে নিন এর রং টুকটুকে লাল করার সহজ কিছু উপায়।
সাধারণত বাজারে যে টিউব মেহেদি গুলো পাওয়া যায় সেগুলোতে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল। যার কারণে হতে পারে নানান ধরণের চর্মরোগ। তাই বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে বাড়িতে মেহেদি বেটে নেয়াটাই বুদ্ধিমানের কাজ।
বাড়িতে মেহেদি তৈরি করতে প্রথমে মেহেদি পাতা শিলপাটায় বেটে নিন। এরপর মেহেদির পেস্টে মিশিয়ে নিন পান খাওয়ার খর। এই পেস্ট হাতে লাগাতে শুরু করুন ১০ মিনিট পর থেকে। তবে মেহেদি হাতে লাগানোর আগে ভালো ভাবে হাত সাবান দিয়ে ধুয়ে নিন। তারপর মেহেদি লাগাতে শুরু করুন।
এরপর একটি পাত্রে লেবুর রস ও চিনি মিশিয়ে একটি গাঢ় মিশ্রণ তৈরি করুন। মেহেদি শুকিয়ে গেলে করে, একটি কটনের সাহায্যে সেই মিশ্রণটি আলতো করে মেহেদির উপরে লাগান। হাতে মেহেদি লাগানোর পর অন্তত ৮ ঘণ্টা পানি থেকে দূরে থাকুন। তাই হাতে মেহেদি দেয়ার উপযুক্ত সময় হলো রাত।
এরপর মেহেদি শুকিয়ে গেলে শুকানো মেহেদি পানি দিয়ে তুলবেন না। তা এমনিতেই শুকিয়ে হাত থেকে ঝরে যাবে। মেহেদির রং আরও দীর্ঘস্থায়ী বা গাঢ় করতে হাতে এ পর্যায়ে মেখে নিতে পারেন সরিষা তেল।