টানা ১০ দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর অবশেষে আজ (২৮ জুলাই) বিকাল ৩টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।
আজ সকালে মোবাইল অপারেটরদের সংগঠন এর সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এছাড়াও সব অপারেটরের ব্যবহারকারীরা ৩দিন মেয়াদী ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পলক।
প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের পরিকল্পিত ধ্বংসযজ্ঞের কারণে সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। যার ফলে সরকারি ও বেসরকারি সেবাসহ ফ্রিল্যান্সার এবং ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফিন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারীদের যোগাযোগ ও আর্থিক লেনদেন ব্যাহত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা ধ্বংসকৃত ফাইবার অপটিক্যাল ক্যাবল ও ইন্টারনেট সংযোগ মেরামত করতে সক্ষম হয়েছি এবং ইতোমধ্যে সারাদেশে ব্রডব্যান্ড সেবা চালু করা হয়েছে।
ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত হওয়ার গ্রাহকদের ক্রয়কৃত ডাটার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিষয়ে তিনি বলেন, মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক ৩ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবে।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা।পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে পরদিন ১৮ জুলাই রাতে বন্ধ করে দেয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও। পাঁচ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হলেও এতদিন বন্ধই ছিল মোবাইল ইন্টারনেট।