জনপ্রিয় নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ ৫৩ বছরে পা রাখলেন। ১৯৭৩ সালের ২ মে রাজধানী ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
কর্মজীবনের শুরুর দিকে তিনি আনিসুল হকের সঙ্গে নাটক নির্মাণে যুক্ত ছিলেন। এরপর নিজের অনন্য নির্মাণশৈলী দিয়ে নাটক ও চলচ্চিত্র জগতে আলাদা পরিচিতি তৈরি করেন এবং দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
জন্মদিন উপলক্ষে নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ফারুকীকে। শুক্রবার (২ মে) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শুভ জন্মদিন হে মেধাবী পরিচালক, ইলহামের বাবা এবং আমাদের সংস্কৃতি উপদেষ্টা। তিনি শুধু উপদেষ্টা নন, আমাদের সহকর্মীও।”
চয়নিকা ফারুকীর সঙ্গে কাটানো সাতটি ছবি শেয়ার করে আরও লেখেন, “আপনার পরিবার—কন্যা ও স্ত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে জীবন কাটুক ভালোবাসা ও আনন্দে। সবসময় সুস্থ ও ভালো থাকুন।”
ব্যক্তিগত জীবনে মোস্তফা সরয়ার ফারুকী ২০১০ সালের জুলাই মাসে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ইলহাম নুসরাত ফারুকী।