রাজধানীর মোহাম্মদপুরে মাদক ও ছিনতাই বিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযান আজ (মঙ্গলবার) ভোররাত পর্যন্ত চলে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা পুলিশের অভিযানে ৩৬ জন গ্রেপ্তার হন, যাদের মধ্যে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এছাড়া, ডেভিল হান্ট অভিযানে সাতজন এবং গভীর রাতে পুলিশের অন্য একটি অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
৫ আগস্ট সরকারের পতনের পর মোহাম্মদপুরে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়তে শুরু করে। তবে, শনিবার থেকে দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে। এর আগে, সোমবারও মোহাম্মদপুর থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছিল।