আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের চার দিন রিমান্ডে মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২১ আগস্ট) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হতে উক্ত রায় ঘোষনা করা হয়েছে। রাজধানীর পল্টনে মুদিদোকানদার নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে আহমদ হোসেন ও মোহাম্মদ
পল্টন থানার মামলায় আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে ১০ দিনের করে রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আদালতের পক্ষ হতে। দুজনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলো না। ডিএমপির সুত্রে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ সোহায়েলকে বনানী ও আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা থেকে গ্রেফতার করা হয়।
নাসিফ/এমএ//