বাজার মনিটরিং অভিযান
পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানী রোধে বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
শনিবার ১ মার্চ সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরদার বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অব্যাহত থাকা ওই অভিযানে দোকানের মূল্য তালিকা সংরক্ষণ না করা। খাদ্য পণ্য ক্রয়ের রশিদ দেখাতে না পারা। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা। সর্বপরি ভোক্তা হয়রানি না করা। বাজারের সার্বিক শৃঙ্খলা বিঘœ সৃষ্টি না করাসহ সার্বিক বিষয়ে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় সবজি দোকান, মুদি দোকান, মোরগের দোকানসহ অন্যান ছোট বড় ব্যবসায়ীদের সর্তক করার পাশাপাশি জরিমান আরোপ ও তা আদায় করা হয়।
অভিযান কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং কৃষি বিপণন আইনে ৭টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু।
এসময় সাথে ছিলেন জেলা বাজার মনিটরিং কমিটির সদস্য ক্যাব মৌলভীবাজারের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীনসহ অন্যান্যরা। জেলা প্রশাসন সুত্রে জানা যায় রমজান মাস জুড়ে বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।