একটানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে ।
রবিবার (১১ মে ) রাত থেকে তীব্র গরমে পর মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি নামে। প্রথমে সন্ধ্যায় ধূলিঝড় হ্য় ।
সকাল থেকে সূর্যের তীব্র তাপ থাকলেও সন্ধ্যায় আকাশে জমে ওঠে কালো মেঘ। এরপর শুরু হয় হালকা ধরনের বৃষ্টি। কয়েকদিনের লাগাতার গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই বৃষ্টিতে তাপমাত্রার তীব্রতা কমেছে এবং জনমনে এনেছে স্বস্তি।
তবে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও মৌলভীবাজার জনজীবনে স্বস্তি । গত বছরে তুলে না এবার মৌলভীবাজার এখন পযর্ন্ত বৃষ্টি পরিমান কম।
সিলেট বিভাগের অন্য জেলাগুলোতে কিছু দিন ধরে কমবেশি বৃষ্টিপাত হয়ে আসছিল। তবে মৌলভীবাজারে কোনো রকমের বৃষ্টি ছিল না।
এতে এ অঞ্চলটি প্রচণ্ড খরতাপের মধ্যে পড়ে। পরিবেশ জুড়ে রীতিমতো হাঁস-পাশ অবস্থা বিরাজ করছিল। তাপদাহে ঘরে বাইরের লোকজনেরা চরম অস্বস্তিতে ভুগছিলেন। এ তাপদাহ থেকে বাঁচতে কোনো কোনো স্থানে বৃষ্টির জন্য প্রার্থনা করে দোয়া করা হয়।
একই সঙ্গে বৃষ্টির অভাবে চা-বাগানগুলো এবং হাওড়ের জমি ফেটে চৌচির হয়ে পড়েছিল। প্রতিদিনের তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছিল।
জেলার বিভিন্ন এলাকাজুড়ে এমন গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ায় গরমে অতিষ্ঠ মানুষ কিছুটা শান্তি অনুভব করছেন।