নতুন বছরের শুভ সূচনায় মৌলভীবাজারে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে বাংলা নববর্ষের ‘আনন্দ শুভাযাত্রা’ র্যালী বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এছাড়া জেলার সাতটি উপজেলা কুলউিড়া, শ্রীমঙ্গল,সদর উপজেলা, রাজনগর, কমলগঞ্জ,বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
পরে বাংলা নববর্ষ উপলক্ষে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সরকারি স্কুল মাঠে নির্মিত মঞ্চে শিল্পকলা একাডেমী, জাসাস, মৌসাস এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে।
পৃথক ভাবে বাংলা নববর্ষ ১৪৩২ মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের নেতৃতে বর্ণাঢ্য ‘আনন্দ শুভাযাত্রা’ র্যালী বের হয়। র্যালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।