রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার: শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১ মে সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি র্যালি
বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপ পরিচালক মহব্বত হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, শ্রমিক নেতা রফিকুল ইসলাম রসিকসহ অন্যন্যরা।
এছাড়াও বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলার শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে।