সিভিল সার্জন কার্যালয়,মৌলভীবাজার ও শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি(বিআইএস) এর যৌথ উদ্যোগে মৌলভীবাজারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়।
২ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজারে ২৫০ সয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাসপাতালের উপপরিচালক ডা.প্রনয় কান্তি দাস এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মৌলভীবাজার কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো: খায়রুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনন্দু ভৌমিক, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, মজেলা স্যানেটারি ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্ত রাজলক্ষ্মী সিনহা, রেড ক্রিসেন্ট এর যুব প্রধান সোহাগ রানা, বিআইএস এর মহাসচিব মিজানুর রহমান রাসেল, সাংগঠনিক সচিব এম জুনেদ আহমদ, কামরান চৌধুরী, আব্দুল কাইয়ুম রুবেল, জুয়েল আহমদ, মোহাম্মদ সুমন, মোঃ মনির উদ্দিন, তারেক হাসান, মাহবুবুর রহমান ইয়ামিম,রেদওয়ান আহমদ ছামী,শাহরিয়ার রহমান শিহাব, জাওদুল হক জিহাদ, সৈয়দ ইমরান আলী সহ বিভিন্ন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালী নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ের অফিস প্রাঙ্গন হতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজার পর্যন্ত প্রদক্ষিণ করা হয়।
আয়নুল/