মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় পীর আজাদের বাসা থেকে দুই নারীকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সন্ত্রসহ আটক করেছে পুলিশ।
২৭ মে বিকেল ৩ টার দিকে মৌলভীবাজার শহরতলীর মৌলভীবাজার- সিলেট রোর্ডের হিলালপুর এলাকার হত্যাসহ একাধিক মামলার আলোচিত আসামী আজাদুর রহমান পীর আজাদের বাসার ভেতর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রসহ পীর আজাদের মা ফাতই বিবি ও বোন মনি বেগমকে জেলা গোয়েন্দা সংস্থা ও মৌলভীবাজার মডেল থানা পুলিশ আটক করে।
এ সময় অভিযানে সদর থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা ছিলেন।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে পীর আজাদের বাসা থেকে অভিযান চালিয়ে দা,বটি,চাইনিজ কোরাল,রাম দা,কিরিসসহ দুই নারীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।