ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল খেলোয়াড় অ্যান্টোনি ২০২২ সালে আয়াক্স থেকে ৯৫ মিলিয়ন ইউরোতে ক্লাবে যোগ দিয়েছিলেন। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য ধারে যোগ দিয়েছেন লা লিগার ক্লাব রিয়াল বেতিসে।
তবে এই চুক্তিতে তাকে স্থায়ীভাবে দলে রাখার কোনো শর্ত নেই। বিষয়টি নিয়ে পৃথক বিবৃতিতে ইউনাইটেড ও বেতিস উভয় ক্লাবই নিশ্চিত করেছে।
অ্যান্টোনি ২৪ বছর বয়সি ব্রাজিলিয়ান ফুটবলার, ইউনাইটেডে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ৯৬ ম্যাচে মাত্র ১২ গোল ও ৫ অ্যাসিস্ট করে তিনি সমালোচনার মুখে পড়েন। তাকে অনেকেই ফ্লপ হিসেবে বিবেচনা করেছেন, বিশেষ করে ক্লাবটির অতীত তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনি ও ডেভিড বেকহ্যামের মতো কিংবদন্তিদের তুলনায়।
বেতিসের স্পোর্টিং ডিরেক্টর মানু ফাজারদো অ্যান্টোনির যোগদানে আশাবাদী। তিনি বলেন, “অ্যান্টোনির আগমন আমাদের জন্য দারুণ এক সুযোগ। আক্রমণভাগ শক্তিশালী করার প্রয়োজন ছিল, এবং তিনি সেই ঘাটতি পূরণে সহায়ক হবেন। লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে।”
যদিও ইউনাইটেডে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি, আয়াক্সে তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। ২০২০-২১ মৌসুমে ৪৬ ম্যাচে ১০ গোল ও ১০ অ্যাসিস্ট এবং পরের মৌসুমে ৩৩ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেন তিনি। তার এই পারফরম্যান্সই কোচ এরিক টেন হ্যাগকে তাকে ইউনাইটেডে আনতে উৎসাহিত করেছিল।
২০২১ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া অ্যান্টোনি ১৬ ম্যাচে ২ গোল করেছেন। ইউনাইটেডে ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে এবার নতুন ক্লাবে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ তার সামনে।
বিএন