যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদল। দিবসটি উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামেন থেকে একটি শোক র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির নেতৃত্ব।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিনসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
র্যালিতে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘এসো নবীন ভয় নাই, ছাত্রদলে সন্ত্রাস নাই’, ‘আজকের এই দিনে, ভাষা শহীদদের পরে মনে’, ‘জিয়ার সৈনিক, লও লও লও সালাম’, ইত্যাদি স্লোগান দেয় সংগঠনটি
পরে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং সবশেষ শহীদের আত্মার মাগফেরাত কামনার দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তারা।