যবিপ্রবি প্রতিনিধি:
“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
এসময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ বলেন আমাদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক তৈরীর জায়গা হচ্ছে খেলাধুলা। আমরা আশা করছি তোমরা যারা খেলায় অংশগ্রহণ করবে,তারা খেলাটা উপভোগ করবে। মাঠে যারা অ্যাম্পায়ার থাকেন তাদের সিদ্ধান্ত গুলো মেনে নিবে। খেলার মাঠে অনেক সময় অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকবে। তাহলেই আমি মনে করি আমাদের পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক আর ও ভালো হবে। তিনি আরও বলেন, আমরা যেমন গবেষণায় এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে পাশাপাশি খেলাধুলাতেও যেন আমরা আরও এগিয়ে যেতে পারি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারীরা।