যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মোঃ মাশরাফি বিন সিরাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীর সাকিব হাসান।
মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জালিস মাহমুদ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান ও সহকারী কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন সিকদার, দপ্তর সম্পাদক মোঃ সাকলাইন মুস্তাক নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়ারিসুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ শামসুদ্দোহা জিম, মাল্টিমিডিয়া ডিজাইনার সোহাইল আল জায়েদ, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক সামিউল ফাহিম, সহকারী বিজ্ঞান ও গবেষণা সম্পাদক আদনান মু’য়ীদ, ইসলামী ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহেদ হাসান শাইখ, ইসলাম ও সমসাময়িক বিষয় বিশ্লেষক ফয়সাল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক শেখ নাঈমুর রহমান নূর, মিডিয়া ও আইটি সম্পাদক তাহসিন আরাফাত, দ্বীনি শিক্ষা বিষয়ক সম্পাদক খোন্দকার ফারহান উদ্দিন। কার্যনির্বাহী সদস্য মোঃ ইমদাদুল হক, তানভির ফাহিম, মোঃ সালাহউদ্দিন সাঈদী, মোঃ নওয়াজিশ তাহমীদ, মোঃ আবির হাসান ও মোঃ সাইফুল ইসলাম।
এমদাদ//বিএন