যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটি কতৃক সিরাতপাঠ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ই অক্টোবর) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে এক বর্ণাঢ্য রকম আয়োজনের মধ্য দিয়ে কুরআন তেলাওয়াত এবং ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উক্ত সীরাত পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ ইঞ্জি: মোঃ আমজাদ হোসেন । এছাড়া ও অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে ছিল ছাত্র ও পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডঃ মোঃ মীর মোশাররফ হোসেন ।
এছাড়া ও উক্ত প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসেন , বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মোঃ আকরামুল ইসলাম এবং ছাত্র হলের সম্মানিত ইমাম মোঃ হাফিজ উদ্দিন।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে সিরাত কুইজ , উপস্থিত বক্তৃতা,কোরআন তেলাওয়াত, কুইজ দৌড়,হামদ ও নাত, এবং আবৃতি প্রতিযোগিতায় সর্বমোট ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।