যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির (সাজেছাক) ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) এক আনন্দঘন ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ ইসলাম।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি হিসেবে রিফাত রায়হান, জিতা মজুমদার, মোঃ আসিফুজ্জামান, মোঃ ইব্রাহিম খলিল, ফারজানা নাজনীন ও উম্মে হামিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তৌহিদ হোসেন, মাসুদুজ্জামান রনি, মেহেদী হাসান নিশাত, সুমাইয়া সুলতানা, নাজমুস সাকিব আবির, মোঃ আবু রায়হান শাওন ও সৌম্য দত্ত।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, মোঃ ইমদাদুল ইসলাম, শ্রেয়সী ঢালী পূজা ও সোনালী আক্তার যূথী। কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন ইমাম হোসেন, দপ্তর সম্পাদক শাওন কবির ও নাইমুর রহমান নাইম।
এছাড়াও হল সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সীমান্ত বিশ্বাস, নাছরুম ফাতিহা রিমি, আহসান হাবিব ও রাফেয়া খাতুন। প্রচার সম্পাদক মোঃ নাজমুল হাসান রাজু ও রাজ কুমার ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক অমিত কর্মকার ও পূজা রাণী পরামানিক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আফরিনা সুলতানা, জাকির হোসেন ও অতীন্দ্র সাধু, এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল হক নোমান ও নাভিদ হাসান নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, ভর্তি সহায়তা এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতায় উৎসাহ দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নতুন দায়িত্ব নিয়ে আমি এসব কার্যক্রম আরও বেগবান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সাফল্য সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশেষ করে স্যারদের দিকনির্দেশনা ও সকলের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আসুন, একসঙ্গে কাজ করে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের উন্নয়নে আরও অবদান রাখি!”
নতুন কমিটির অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। কমিটির নেতারা ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ।