যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।
গত রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. মুনিবুর রহমান-এর উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বের মেয়াদ ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে শেষ হবে বিধায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ হতে উক্ত বিভাগের বর্তমান তিন জন সহযোগী অধ্যাপকদের মধ্যে ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন-কে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮ এর ২০ (৩) ধারা অনুযায়ী পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করা হলো।