যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) ক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে রমজানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ঈদ-উপহার বিতরণ করা হয়েছে। মানবিকতা ও সহমর্মিতার এই উদ্যোগে মোট ৪৬টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ এবং সাতটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা কেজি ছোলা, ২৫০ গ্রাম রসুন, আধা কেজি তেল, আধা কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামপুর, সাজিয়ালি, শ্যামনগর গ্রামসহ বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এই কার্যক্রম পরিচালনা করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ” পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ সময় দান-সদকার গুরুত্ব অপরিসীম। এআইএস বিভাগ প্রতি বছর শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এবারও আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। তবে আগামী বছর থেকে এই উদ্যোগের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষের কাছে সহযোগিতা পৌঁছানো যায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হোসাইন আলী, মোঃ শাহাজুল ইসলাম, প্রভাষক মোঃ ফজলুর রহমান এবং এআইএস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এই মানবিক উদ্যোগ শুধুমাত্র দান নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এআইএস ক্লাবের এই মহৎ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।