যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আখতারুজ্জামান ও সিএসই বিভাগের প্রভাষক ড. এ.এফ.এম.শাহাব উদ্দিন ।
রবিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে যে , যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপিপিটি বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোঃ আখতারুজ্জামান ও সিএসই বিভাগের প্রভাষক ডক্টর এ. এফ.এম শাহাব উদ্দিন কে পরবর্তী এক বছরের জন্য তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন ।
এ বিষয়ে ড.এ.এফ.এম.শাহাব উদ্দীন বলেন ,আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব এবং আমি আমার দায়িত্ব পালনের জন্য সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী ।