যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত সাবেক শিক্ষার্থীদের সংগঠন এলামনাই এসোসিয়েশনের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে যবিপ্রবিতে কর্মরত বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত সাবেক যবিপ্রবিয়ান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।