যবিপ্রবি রোবো সোসাইটির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘জাস্ট রোবো সোসাইটি’ কর্তৃক নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াই ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রোবো সোসাইটি কর্তৃক কুইজ,গেমিং, পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরষ্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, তোমাদের জ্ঞান অর্জন এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আমার শিক্ষার্থীদের পরামর্শ দিব এমন ক্লাব গুলোর সাথে জড়িত থাকতে যাতে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। এছাড়া রোবো সোসাইটিকে বলব বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাঝে মধ্যেই সাইন্স ফেস্ট আয়োজন করতে যাতে তারা বিজ্ঞানমনস্ক হয়। আমি মনে করি তোমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে, আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।
যবিপ্রবির কোষাধ্যক্ষ ড. হোসাইন আল মামুন বলেন, রোবো সোসাইটির নবীনদের প্রতি আমার শুভকামনা রইলো। ত। তোমাদের যে বয়স এই বয়স টা হচ্ছে অনেক বেশি ভাবার। আমরা যদি যশোরের মানুষের জীবন-যাত্রা নিয়ে ভাবি, এখানে মানুষের জীবন-যাত্রার মান ক্রমশ উন্নত হচ্ছে। এখানেও এমন একটা সময় আসবে যে বাসায় রোবট লাগবে দৈনন্দিন কাজের জন্য। তোমাদের জ্ঞানের পরিধি আরো বাড়াতে হবে যাতে তোমাদের মাধ্যমেই আমাদের দেশ অনেক দুরে এগিয়ে যেতে পারে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ড. ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো: কামরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. শাখাওয়াত হোসাইন।