যশোর জেলায় বিভিন্ন জনপ্রতিনিধিদের বাড়িতে গিয়ে হুমকি ও হয়রানি করছে পুলিশ। জনপ্রতিনিধিদের কার্যালয় ও শহরে শহরের বিভিন্ন পয়েন্টে গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত পুলিশের টহল দেখা যায়।
জনপ্রতিনিধিরা জানিয়েছেন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইনের অপসারণ দাবিতে শুক্রবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিরা।
কিন্তু সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান এবং টহল জোরদারের জন্য কর্মসূচি পালন করতে পারেননি আন্দোলনকারীরা।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত চেয়ারম্যানদের বাড়িতে গিয়ে এই হুমকি দেওয়া হয়। অনেকের কার্যালয়েও গিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে।’
নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বলেন, ‘পুলিশ জনপ্রতিনিধিদের সম্মান নিয়ে খেলছে। বাড়িতে এসে বাজে ভাষায় কথা বলছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান, সেটি অব্যাহত আছে। কোনও জনপ্রতিনিধির বাড়ি যায়নি পুলিশ।