গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ভাবে সহায়তা করেছে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি ( সাজেছাক)।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেল্প ডেস্ক তৈরি করে শিক্ষার্থীদের বই,ব্যাগ ,মানিব্যাগ,মোবাইল ইত্যাদির নিরাপত্তা দেয়া সহ বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি(সাজেছাক) এর সদস্যরা।
শুক্রবার(১০মে ) বেলা ১১ টায় অনুষ্ঠিত গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এসকল কার্যক্রম পরিচালনা করে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি।
এ সময় বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকরা সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির এ কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তাদের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে সাজেছাক এর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ রিফাত রায়হান বলেন যবিপ্রবি সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতি বছরই যবিপ্রবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এই ধারা যাতে অব্যাহত রাখতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।
ইমদাদুল
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়