ঢাকার যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর করেছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। হামলার পাশাপাশি লুটপাটও চালান তারা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পরে বেলা ১টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে যাত্রাবাড়ী এলাকা সংঘর্ষের কেন্দ্রস্থলে পরিণত হয়।
এর আগে সকাল থেকেই পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে জড়ো হতে থাকে। পরে তারা স্লোগান দিতে দিতে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হয় এবং দুপুরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়।
উল্লেখ্য, গতকাল রবিবার ভুল চিকিৎসার অভিযোগে অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর পর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর এবং লুটপাট চালায়। আজকের হামলাটি সেই ঘটনার প্রতিশোধ হিসেবে হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আরএস//