মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর চালক পালিয়ে যাওয়ায় যাত্রীরা বিপাকে পড়েন। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর চালক স্টেশনেই ট্রেন রেখে চলে যান, ফলে যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রাখেন।
গত সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ, যাতে মাইলেজ সুবিধা পুনর্বহাল না হওয়া ছিল প্রধান কারণ। মঙ্গলবার সকালে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছালেও চালক পালিয়ে যাওয়ার পর যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশন সুপারকে অবরুদ্ধ করেন।
বিক্ষুব্ধ যাত্রীরা জানান, তারা টিকিটের টাকা ফেরত চাইছেন এবং কোনো সমাধান না হওয়া পর্যন্ত স্টেশন সুপারকে মুক্তি দিতে রাজি নন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিকল্প পথের মাধ্যমে যাত্রীদের ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু চালক পালিয়ে যাওয়ার কারণে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না।