ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েবফিল্ম দিয়ে আলোচনায় আসেন তিনি।
তারপর ‘গুণিন’ সিনেমার মাধ্যমে নায়িকা পরীমনির সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় আসেন অভিনেতা। তবে বিয়ের এক বছরের মাথায় তাঁদের বিচ্ছেদও হয়ে গেছে।
বর্তমানে পরীমনি ছেলে পদ্ম আর দত্তক মেয়েকে নিয়ে ব্যস্ত হলেও, রাজের সময় কাটছে অভিনয় করে। এবারের ঈদে রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’ এবং ‘ওমর’।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে সিনেমা প্রসঙ্গে রাজ বলেন, ❝আমি কখনো ভাবিনি ৩টি বড় বড় সিনেমায় একসঙ্গে কাজ করবো। আমার যা হইছে, সেটা হচ্ছে খুবই দুর্ঘটনাবশত; যেমন মহামারির পর আমি ভাবিনি যে আমি আবার সিনেমা করব। ভেবেছি সিনেমার ক্যারিয়ার গেল, আবার কখনো উঠে দাঁড়াতে পারবো কি না চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে! তবে মহামারির পর আমার সিনেমাগুলো ভালো ছিল। শুরুটা হয় “কাজলরেখা” দিয়ে। এখন মানুষ সিনেমা হলে এসে সিনেমা দেখছে, এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার।❞