যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বে থাকা সাইদা মুনা তাসনীমকে ঢাকায় তলব করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে সাইদা মুনা তাসনীমকে লন্ডনের দায়িত্ব ছেড়ে সত্বর ঢাকায় ফিরতে বলা হয়।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনীমের আগামী ২৬ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের নিয়ম থাকলেও তিনি ছয় বছর ধরে এই পদে বহাল ছিলেন।
আরএস