যুক্তরাষ্ট্র পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বুধবার (১৯ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে মার্কিন কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, চারটি পাকিস্তানি সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যার মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ক্ষেপণাস্ত্র বিস্তার ও সরবরাহ প্রতিরোধে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিচ্ছে। মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামাবাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি) এবং করাচির আক্তার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেড, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল, ও রকসাইড এন্টারপ্রাইজ অন্তর্ভুক্ত। এসব সংস্থা এনডিসির ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক বিবৃতিতে বলেন, এটি দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।
আরএস//বিএন