যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে ইরান বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক রেজা ভালিজাদেহকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে তেহরানের একটি আদালত।
‘শত্রু দেশকে সহযোগিতা’ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সাংবাদিকের আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি জানিয়েছেন, তেহরান রেভ্যুলশনারি আদালত এক সপ্তাহ আগে এই রায় দেয়, যা চ্যালেঞ্জ করে আগামী ২০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
আইনজীবী আগাসি অভিযোগ করেন, রায় ঘোষণার পর থেকে তিনি তার মক্কেলের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, রেডিও ফারদাতে কাজ করার জন্যই ভালিজাদেহকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শাস্তির অংশ হিসেবে তাকে তেহরান ও আশপাশের প্রদেশে বসবাস, দেশত্যাগ, এবং রাজনৈতিক দলগুলোর সদস্যপদ গ্রহণে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভালিজাদেহ পূর্বে ভয়েস অব আমেরিকার ফার্সি সংস্করণে কাজ করতেন। বর্তমানে তিনি রেডিও ফারদার কর্মী, যা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির অংশ এবং যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত।
গত মার্চে যুক্তরাষ্ট্র থেকে ইরানে ফেরার পর ছয় মাস মুক্ত ছিলেন ভালিজাদেহ। তবে গত সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে ইরানি কর্তৃপক্ষ।
শনিবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করে।
আরএস//বিএন