যুক্তরাষ্ট্রে গণছাঁটাইয়ে চাকরিচ্যুত হাজারো শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহালের আদেশ: ট্রাম্প ও ইলন মাস্কের জন্য বড় ধাক্কা ।
যুক্তরাষ্ট্রে গণছাঁটাইয়ে চাকরি হারানো ১৯টি সরকারি সংস্থার হাজারো শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশটির দুই ফেডারেল আদালত। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের দুই আদালতের এই রায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।
ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় কমানো ও ফেডারেল কর্মীসংখ্যা হ্রাসের নীতির অংশ হিসেবে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) দায়িত্ব পান ইলন মাস্ক। তবে তাঁর নেতৃত্বে গত দেড় মাসে বিভিন্ন সরকারি সংস্থায় ব্যাপক ছাঁটাই করা হয়, যার ফলে হাজারো শিক্ষানবিশ কর্মী চাকরি হারান।
মেরিল্যান্ডের বাল্টিমোরের ডিস্ট্রিক্ট বিচারক জেমস ব্রেডার ১৮টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালের আদেশ দেন। একই দিনে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর আদালতের বিচারক উইলিয়াম অলসাপও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ ছয়টি সংস্থার কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেন।
ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্যের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছিল, যেখানে অভিযোগ করা হয়েছিল যে ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে নিয়ম-কানুন লঙ্ঘন করা হয়েছে। আদালতের রায়ে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা তীব্র হয়েছে, বিশেষ করে ইলন মাস্কের নেতৃত্বে ডিওজিই-এর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের এই রায় চাকরিচ্যুত কর্মীদের জন্য আশার আলো বয়ে এনেছে এবং ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।