যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ বাড়লো ৯ লাখ অভিবাসীর
মার্কিন প্রশাসন ৯ লাখ অভিবাসীর জন্য যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা আরও ১৮ মাস বাড়িয়েছে। ভেনিজুয়েলা, এল সালভাদর, ইউক্রেন ও সুদানের অভিবাসীরা এই সুবিধা পাবেন।
স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। এতে অভিবাসীরা নির্বাসনের শঙ্কা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি কাজের অনুমতিও পাবেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর থেকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) কর্মসূচির আওতায় অভিবাসীদের অন্তর্ভুক্তি বাড়িয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ, সশস্ত্র সংঘাত বা অন্য যেকোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশ থেকে আগত অভিবাসীরা এই সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে টিপিএস কর্মসূচি ১৭টি দেশের ১০ লাখের বেশি মানুষকে অন্তর্ভুক্ত করেছে।
এদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এই কর্মসূচি বন্ধের চেষ্টা করেছিলেন। তবে আদালতের হস্তক্ষেপের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ট্রাম্প ফের নির্বাচিত হলে অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলো বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানালেও আরও বেশি দেশের অভিবাসীদের টিপিএস সুবিধার আওতায় আনার আহ্বান জানিয়েছে। এফডব্লিউডি.ইউএস-এর প্রেসিডেন্ট টড শাল্টে বলেছেন, এই কর্মসূচি অভিবাসীদের মার্কিন অর্থনীতি এবং সমাজে ইতিবাচক অবদান রাখার সুযোগ দেবে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। টিউলিপকে বরখাস্তের দাবি বিরোধীদলের আরো খবর পড়ুন ।
আরইউএস