ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিবিএস নিউজ একটি পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
তবে বার্তা সংস্থা রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে যে, উদ্ধারকারীরা পোটোম্যাক নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ২টা) রানওয়েতে অবতরণের সময় বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ আঞ্চলিক জেট বিমানটি একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিমানটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনাটি হোয়াইট হাউস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঘটে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল। সংঘর্ষের পর বিমানটি ভেঙে দুটি অংশ হয়ে পোটোম্যাক নদীতে পড়ে যায়। উদ্ধার অভিযানে রেসকিউ বোট ও ডুবুরি দল কাজ করছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার শিকার সামরিক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন, এবং এটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভয় থেকে উড্ডয়ন করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন এবং তিনি উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের প্রশংসা করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আরও তথ্য পাওয়া গেলে তা শেয়ার করা হবে।
এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, জরুরি উদ্ধার অভিযান চলায় বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনাটি তদন্ত করছে।
আরইউএস