দস্যুতাবিরোধী অভিযানের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর কাছে অবস্থান নিয়েছে।
শুক্রবার (২২ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্টে এ তথ্য জানিয়েছে ইইউর নৌবাহিনী ইউনেভফোর। ইউনেভফোর শেয়ার করা ভিডিওটিতে দেখা গেছে, এমভি আব্দুল্লাহর কাছে অবস্থান নিয়েছে তাদের যুদ্ধজাহাজ। ওই সময় একটি হেলিকপ্টারও বাংলাদেশি জাহাজটির ওপরে ঘুরপাক খেতে দেখা যায়।
মূলত আফ্রিকা উপকূল দিয়ে চলাচলকারী অপেক্ষাকৃত দুর্বল জাহাজগুলোকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে ইউনেভফোর।
এমভি আব্দুল্লাহকে ভারত মহাসাগর থেকে মোজাম্বিক হতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি ছিনতাইয়ের পর জাহাযে অবস্থানরত ২৩ ক্রুয়ের সবাইকে জিম্মি করেছে জলদস্যুরা।
জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। যা দাম প্রায় ৮০ কোটি টাকা বা ৬৬ হাজার ডলার।