রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (১৯ এপ্রিল) মস্কোয় সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠক শেষে এক টেলিভিশন ভাষণে পুতিন ঘোষণা দেন, ইস্টারের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে রুশ বাহিনী মানবিক বিবেচনায় হামলা বন্ধ রাখবে।
তবে এ ঘোষণার মাত্র তিন ঘণ্টা পরেই কিয়েভের আকাশে সাইরেন বাজতে শুরু করে। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, “ইস্টারের দিনে কিয়েভে শাহেদ ড্রোন উড়ছে আর পুতিন মানবতা নিয়ে নাটক করছেন।”
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, শনিবার দিনে ৮টি মিসাইল ও ৮৭টি ড্রোন ছুড়েছে রাশিয়া। দেশটির এক কূটনীতিক আল জাজিরাকে বলেন, “পুতিনের এই যুদ্ধবিরতি আসলে হোয়াইট হাউসকে দেখানোর জন্য সাজানো মানবতার প্রহসন।”
ইউক্রেনের জনগণও এ ঘোষণার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। বিশেষ করে খারকিভের বাসিন্দারা পুতিনের ঘোষণাকে নিছক ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন।
এদিকে, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক প্রস্তাবে রাশিয়ার হাতে ক্রিমিয়া স্বীকৃতির সম্ভাবনার কথা বলেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট এটিকে তাদের ‘রেড লাইন’ হিসেবে অভিহিত করেছেন।
এ সব উত্তেজনার মাঝেই রাশিয়া ও ইউক্রেন বন্দি বিনিময় করেছে। দুই দেশ ২৪৬ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, রুশ আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ৪,৫০০-এর বেশি ইউক্রেনীয় বন্দিকে মুক্ত করা হয়েছে।