ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। বৈঠকে গাজার চলমান যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয় নিয়ে আলোচনা হবে।
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে ১১ জানুয়ারি এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
তবে ডেভিড বার্নিয়া কবে দোহায় পৌঁছাবেন তা এখনও পরিষ্কার নয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় তার উপস্থিতি ইঙ্গিত দেয় যে কোনো চুক্তি স্বাক্ষরের প্রয়োজন হতে পারে। এ কারণেই ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন।
এর আগে, যুদ্ধবিরতির ওপর গুরুত্বারোপ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
আরএস//বিএন