যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে এক যুবতীকে চারজন মিলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ দুই নেতাকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল।
বহিষ্কৃতরা হলেন গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন বাপ্পি (২১) এবং দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত (২২)। এছাড়া ঘটনায় আরও দুইজন জড়িত—জাবেদ হোসেন (২৮) ও আমিনুর রহমান (২০)।
গত রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণী বেনাপোল থেকে ফেরার পথে গদখালী বাজারে নামেন। সেখানে ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে অভিযুক্ত চারজনের সঙ্গে পরিচয় হয়। তারা ফুলবাগান দেখানোর কথা বলে কৌশলে তরুণীকে পটুয়াপাড়া গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে।
ধর্ষণের পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত চারজনকেও সন্ধ্যার মধ্যে আটক করা হয় এবং থানায় নিয়ে আসা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই তারা অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অভিযুক্তদের আটক করেন। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী ও নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরএস/আরইউএস