নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ১৯ আরোহীর ১৮ জনই নিহত হলেও, সৌভাগ্যক্রমে বেঁচে যান বিমানটির পাইলট মনিষ রত্ন শাকায়া।
বুধবার (২৪ জুলাই) মর্মান্তিক এ দুর্ঘটনায় ক্যাপ্টেনের অলৌকিকভাবে বেঁচে ফেরার কাহিনীর বর্ণনায় দেশটির বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী বাদ্রি পান্ডে বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ার সময় বিমানবন্দরের প্রান্তে কনটেইনারে ধাক্কা খায়। পরে তার ককপিটটি কনটেইনারের ভেতরে আটকে গেলেও বিমানটির বাকি অংশ ভূমিতে পড়ে আগুন ধরে যায়। ফলে বেঁচে যান বিমানটির পাইলট শাকায়া।
পরে নেপাল সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, পাঁচ মিনিটের মধ্যেই বিমানটি থেকে ক্যাপ্টেনকে উদ্ধার করে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজের সময়েও পাইলটের জ্ঞান ছিল বলে জানান তাঁরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য বহু বছর ধরেই উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনায় নেপাল ব্যাপকভাবে সমালোচিত হয়ে আসছে। ১৯৯২ সালে দেশটিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল অ্যায়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬৭ জন প্রাণ হারান। ২০২৩ সালের জানুয়ারিতেও ইয়েতি অ্যায়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭২ জন নিহত হন হিমালয়ের দেশটিতে।