ভারতীয় ক্রিকেটের সাত নম্বর জার্সি ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। এই সাত নম্বর জার্সি পরেই দীর্ঘদিন ধরে ক্রিকেটের মঞ্চ মাতিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর সমার্থক যেমন ৭ নম্বর জার্সি, ক্রিকেটে তেমনই মহেন্দ্র সিং ধোনির পরিচয় হয়ে উঠেছে এই জার্সি। বাকিরা ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে ভিন্ন জার্সি গায়ে চাপালেও ভারতের ইতিহাসের সেরা অধিনায়ক হিসেবে খ্যাত ধোনি ক্যারিয়ার জুড়ে ৭ নম্বর জার্সিই গায়ে চাপিয়েছেন। তাই অনেকেরই কৌতূহল আছে ধোনির ৭ নম্বর জার্সি পরে খেলার পেছনের কারণ নিয়ে।
কেউ নিজের জন্মদিন, কেউ নিজের পছন্দের নম্বর আবার কেউ স্রেফ লাকি মনে করেই নিজেদের জার্সি নম্বর নির্বাচন করেন। ধোনির কী কারণে জার্সি নম্বর হিসাবে সাত বেছে নিয়েছিলেন জানালেন কিংবদন্তি ক্রিকেটার নিজেই।
ভারতীয় দল ও চেন্নাই সুপার কিংসকে শিরোপা জেতানো এই অধিনায়ক একটি প্রমোশনাল অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, আমার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য যে দিনটি বাবা-মা বেছে নিয়েছিলেন তা হলো ৭ জুলাই। ফলে আমার জন্মের তারিখ ৭। জুলাই হচ্ছে ইংরাজি মাসের সপ্তম মাস। আমার জন্য ১৯৮১ সালে। ৮ থেকে ১ বাদ দিলে থাকে ৭। ফলে আমার কাছে যখন জানতে চাওয়া হয়েছিল কোন সংখ্যাটি আমি নিতে চাই, তখন ৭-কে বেছে নেওয়াই ছিল সবচেয়ে সহজ।