আইসিসির এফটিপির সূচি অনুযায়ী আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। তবে সিরিজ নিয়ে শুরু হয়েছে নানা অনিশ্চিয়তা। তবে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফরে ভারত নাও আসতে পারে।
সিরিজটি নিয়ে অনিশ্চয়তার কারণ হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমটি বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার মন্তব্যকে সামনে এনেছে। তার এমন মন্তব্য ক্রিকেটসূচির ওপর প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে গণমাধ্যমটি।
সম্প্রতি ব্যক্তিগত সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এ এল এম ফজলুর রহমান লিখেছেন, ‘ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করা। প্রয়োজনে চীনের সঙ্গে যৌথ সামরিক প্রক্রিয়া নিয়ে পরামর্শ করা।
’ বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের বর্তমান চেয়ারম্যান বিজিবির সাবেক মহাপরিচালক ফজলুর রহমান।
যদিও ফজলুর রহমানের পোস্ট নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায়, মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য তার ব্যক্তিগত। এ মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না।
বাংলাদেশ সরকার নিজের অবস্থান স্পষ্ট করলেও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘সফরটি সূচির অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তাই বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরে নাও যেতে পারে ভারতের। তবে এমন সম্ভাবনাই বেশি।