যে কারণে বিপিএলের একটি ম্যাচও জিতবে না ঢাকা
খেলোয়াড় বদলেছে, ফ্র্যাঞ্চাইজি বদলেছে, কিন্তু বদলায়নি ঢাকার ভাগ্য। বিপিএলের গত আসরে প্রথম ম্যাচ জয়ের পর টানা ১১টি ম্যাচ হেরেছিল তখনকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। চলতি বিপিএলেও ঢাকার সেই পুরনো রূপ দেখা যাচ্ছে।
‘ঢাকা ক্যাপিটালস’ নাম নিয়ে তারা নিজেদের প্রথম তিন ম্যাচেই হারল। গতকাল তো অধিনায়কের সেঞ্চুরির পরও হেরেছে! প্রশ্ন উঠেছে যে- ঢাকা কি একক দল হিসেবে এবার পরাজয়ের রেকর্ড গড়বে?
ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতার কারণ জানাবো বিডিএন৭১ এর ক্রিকেট এনালিটিকসের আজকের আলোচনায়। আর সঙ্গে আছি আমি মোহাম্মদ নিলয়।
বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার ইনিংস শুরু থেকেই ছন্দহীন।
৪০ রান তুলতেই হারায় ৫ উইকেট। লিটন দাস, স্টিভেজ এস্কিনাজি এবং শাহাদাত দিপু ব্যাট হাতে চরম ব্যর্থ হন।
যে কারণে বিপিএলের একটি ম্যাচও জিতবে না ঢাকা
মেহেদী হাসান মিরাজের ৩ উইকেট ও আবু হায়দার রনির ২ উইকেটে আরও চাপে পড়ে ঢাকা।
শেষ পর্যন্ত লঙ্কাণ ক্রিকেটার থিসেরা পেরেরার অপরাজিত সেঞ্চুরির পরেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
তাই টানা তিন ম্যাচে হেরে বিপিএলের পয়েন্ট টেবিলে তলানিতে এখন ঢাকার অবস্থান।
ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন সুপারস্টার শাকিব খানের। প্রথমবারের মতো তিনি ক্রিকেটে বিনিয়োগ করেছেন। কিন্তু অভিজ্ঞতা খুব ভালো হচ্ছে না।
মিরপুরে গিয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে। দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক তথা বোর্ড কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন।
টানা তিন ম্যাচ হারের পর সুজনের পরিকল্পনা এবং একাদশ নির্বাচন নিয়েও উঠছে কথা। সমালোচনার ঝড় উঠেছে একাদশে সাব্বির রহমানকে না রাখা নিয়েও।
দল গোছানো থেকে শুরু করে মাঠের একাদশ ঢাকা ক্যাপিটালস খুব একটা মুন্সিয়ানা দেখাতে পারেননি। দেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং লিটনের উপর ভরসা করায় ভুল হয়েছে ঢাকার। দীর্ঘদিন থেকেই ফর্মহীনতায় ভুগছেন এই দুই ক্রিকেটার।
তার উপরেই একাদশে থাকা বিদেশীরও কার্যকর কোন ইনিংস উপহার দিতে পারছেন না। ব্যাটিং বোলিং দুই ডিফার্টমেন্টেই ব্যর্থ হচ্ছেন তারা।
তবে ঢাকার স্কোয়াডে থাকা পাকিস্থানি ক্রিকেটার সাঈম আইয়ুব এবং ক্যারিবিয়ান তারকা জনসন চার্লসকে এখন পর্যন্ত না পাওয়ায় ক্ষতি হচ্ছে দলটির।
তার উপরে টি-টোয়েন্টির স্পেশালিস্ট সাব্বির রহমানকে একাদশে না রাখাও কোচ সুজনের ব্যর্থতা প্রকাশ পায়। বোলিং বিভাগেও বড় কোন নাম নেই ঢাকার। সব মিলিয়ে সমর্থকদের হতাশ করে হয়তো টুর্নামেন্ট থেকে সবার আগেই বিদায় নিতে হবে ঢাকা ক্যাপিটালসের। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। রোহিঙ্গা নারীদের রক্ষায় করণীয় আরো খবর পড়ুন ।