বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর আজ জন্মদিন। জন্মদিনটা খুব সাদামাটা ভাবেই কাটান নব্বই দশকের তুমুল আলোচিত এই নায়ক। এবারের জন্মদিনেও রাখেননি বিশেষ কোন আয়োজন। কারণ এ মাসেই মারা গেছেন তার মা। তাই জন্মদিনের মাসটি এই অভিনেতার কাছে শোকের মাস।
মঙ্গলবার সকালে ওমর সানী বললেন, আজ আমার জন্মদিন। এই দিনে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনেই আমি পৃথিবীতে এসেছি। দিনটি আমার জন্য অনেক আনন্দের আবার অনেক কষ্টের।
কারণ এই মাসেই আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার কষ্টের, এ কারণেই আমি কোনো আয়োজন রাখি না।
জন্মদিনে ভিডিওকলে পরিবারের সঙ্গে কথা বলবেন। পরিবার বলতে স্ত্রী মৌসুমী ও মেয়ের সঙ্গে কথা বলবেন, কিছুটা সময় পার করবেন। জন্মদিনে ওমর সানী নিয়মিত রুটিনেই থাকবেন। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। সেখানেও যাবেন। তবে নিজের রেস্তোরাঁয় স্টাফদের সৌজন্যে একটা কেক কাটবেন। এদিকে, বর্তমানে নিউজার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমী।
মায়ের অসুস্থতা এবং মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত এই নায়িকা।
মৌসুমীর দেশে ফেরার বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। সানী বললেন, ‘এই মুহূর্তে মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই। বরং আমি হয়তো সব কাজ গুছিয়ে তাদের কাছেই চলে যাব।’