গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগেরই একজন নারী শিক্ষার্থী। পরে গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) এই অধ্যাপকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত সকল অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন সংশ্লিষ্ট বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিনটি ক্লাসরুমের দরজা সিলগালা করার পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় বিভাগের এরপর বিভাগের সামনে এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।