রংপুরের তথ্য মেলায় মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী সম্বলিত লিফলেট বিতরণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে স্টলসংশ্লিষ্টদের বাকবিতণ্ডা হয়। জেলা প্রশাসন বিষয়টি তদন্তে দুই স্টল কর্মকর্তাকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত এই তথ্য মেলায় বিতর্কের সূচনা হয়। মেলাটি আয়োজন করেছিল জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। দুই দিনের এ মেলার উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল।
স্থানীয়দের মতে, মেলা শুরুর পর নানা শ্রেণি-পেশার মানুষ স্টলগুলো ঘুরে দেখেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট বিতরণ হতে দেখে আপত্তি জানান। বিতর্কিত স্টলগুলো হলো রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা মৎস্য অফিস, জেলা সঞ্চয় অফিস এবং পরিবার পরিকল্পনা অফিস।
লিফলেটগুলোতে লেখা ছিল, “বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে, আগামীতেও মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা” এবং “নিরাপদ মাছে ভরব দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এসব লিফলেটে মুজিববর্ষের লোগোও ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক ইমরান আহমেদ জানান, “এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড। এ ধরনের আয়োজনের মধ্যে মুজিববর্ষের লিফলেট প্রচার করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জেলা প্রশাসককে পুরো বিষয়টি তদন্তের অনুরোধ করেছি।”
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, “মেলা উদ্বোধনের সময় স্টলগুলোতে এ ধরনের লিফলেট ছিল না। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাকে প্রমাণসহ বিষয়টি জানান। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের ডেকে তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করা হয়েছে।”
বিএন