নিহত আবু সাঈদ এর পরিবারের সঙ্গে দেখা করতে রংপুর পৌঁছেছেন ডক্টর ইউনুস।
জুলাই মাসের শুরু থেকেই চলছিল কোটা সংস্কার আন্দোলন। যা ছড়িয়ে পড়েছিল সর দেশজুড়ে। রংপুরে আন্দোলনরত অবস্থায় পুলিশ গুলি ছুড়তে থাকলে, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। যা সারা দেশের মানুষের মধ্যে নাড়া দেয়। তারপর বেশ দ্রুত কিছু ঘটনা ঘটে যায়।
জনগণের এক দফা দাবির মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর পরই ডক্টর মুহম্মদ ইউনুস কে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
আজ নিহত আবু সাঈদের স্বজনদের সঙ্গে দেখা করতে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর পৌঁছান তিনি।
এর আগে দেশের মাটিতে পা রেখে জনসাধারণের উদ্দ্যেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি গভীর আবেগে আবু সাঈদ কে স্মরণ করেছিলেন।