শনিবার (০৮ জুন) রংপুরের পাগলাপীরে মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত শিক্ষার্থীর নাম মোছাঃ আজমুদা আক্তার (রুমু)। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে বিভাগের শিক্ষক, তার সহপাঠী, শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।
এই দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীর আহত মাকেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত। দুর্ঘটনায় সিএনজির আরও এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়াও বাস ও সিএনজি মিলিয়ে গুরুতর আহত পাঁচ জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়