রংপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এক অভিযানে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গ্রেপ্তার এবং আরেক সাবেক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান মোত্তালেবুল হক রংপুর সদর উপজেলার খলেয়া ইউপির বর্তমান চেয়ারম্যান এবং আবু সাঈদ মো. হাফিজুর রহমান পীরগঞ্জের বড় আলমপুর ইউপির সাবেক চেয়ারম্যান। মোত্তালেবুল হক রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, মোত্তালেবুল হককে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়া ঘটনায় রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মো. হাফিজুর রহমানকে পুলিশ আটক করেছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই, তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি ইউপি কার্যালয়ে অনুপস্থিতির কারণে বরখাস্ত হন। পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে হাফিজুর রহমানকে আটক করা হয়েছে, কারণ তিনি নাশকতা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিলেন।
তবে হাফিজুর রহমানের ছোট ভাই হাফিজ আবদুন নূর দাবি করেছেন, তাঁর ভাই আওয়ামী লীগের কোনো পদে নেই এবং স্বতন্ত্র নির্বাচন করে চেয়ারম্যান হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায়, কেন তাঁকে গ্রেপ্তার করা হলো, পুলিশ কোনো সদুত্তর দেয়নি।